সন্দ্বীপের মোমেনা সেকান্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ১৫ আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিলো শহীদ মিনারে পুস্প স্তবক অর্পন,ছাত্র/ছাত্রীদের মাঝে চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা,আলোচনা সভা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন।
আজ ১৫ আগষ্ট সকালে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের পর ছাত্র/ছাত্রীদের মাঝে চিত্রাংকন ও বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতা শেষে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাংবাদিক বাদল রায় স্বাধীন।
সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ গ্রহন করেন কাউন্সিলর মহব্বত বাঙ্গালী,পৌরসভা আওয়ামীলিগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জাহানার বেগম,সহকারী শিক্ষক জুলফিকার হোসেন প্রমুখ। এরপর চিত্রাংকন প্রতিযোগীতা ও আবৃত্তিতে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও সকল শিক্ষিকা বৃন্দ।
আলোচনা সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাদল রায় স্বাধীন ও অন্যান্য বক্তারা বলেন ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে নির্মম ভাবে হত্যা করে পাকিস্তানী দোষর সহ কিছু বিপদগামী সেনা সদস্যরা। তাদের হাত থেকে মুক্তি পায়নি ছোট্ট অবুঝ শিশু শেখ রাসেল পর্যন্ত। তারা চেয়েছিলো বঙ্গবন্ধুর রক্ত সম্পর্কিত সকলকে খুন করতে। সৌভাগ্যক্রমে প্রবাসে থাকায় বঙ্গবন্ধুর দুই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা বেঁচে যায়।তারা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষান্ত হয়নি, খুনীদের বিচার যাতে না করা যায় তার জন্য ইনডেমনিটি অধ্যাদেশ নামে একটি কালো আইনও প্রনয়ন করে। তারপরও তারা শেষ রক্ষা পায়নি। বঙ্গবন্ধু সহ যারা এই দিনে নির্মম ভাবে হত্যার শিকার হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা সহ গভীর শ্রদ্ধা জানাই।
Leave a Reply