1. admin@banglawebs.com : banglawebs :
  2. shohaghsandwipi@gmail.com : Shohagh_Sandwipi :
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন

ভোক্তার নাগালের বাইরে নিত্যপণ্যের দাম।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৯ Time View

একের পর এক বেড়েই চলেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম।এতে সাধারণ ভোক্তার নাগালের বাইরে চলে যাচ্ছে এসব পণ্যের দাম।সরকার ডিম খুচরা পর্যায়ে প্রতি পিস ১১ টাকা ৮৭ পয়সা দরে নির্ধারণ করে দিলেও বিক্রি হচ্ছে ৬০ টাকা প্রতি হালি।শুক্রবার সকালে চট্টগ্রাম নগরের বিভিন্ন কাঁচাবাজারে গিয়ে এমন চিত্র দেখা যায়।

বাজারে প্রতি কেজি সোনালী মুরগি ২৭০ টাকা, ব্রয়লার ১৮০ টাকা,দেশি মুরগি ৫৫০ টাকা,দেশি হাঁস ৬৫০ টাকায় বিক্রি হতে দেখা যায়।এছাড়াও প্রতি কেজি বেগুন ১০০ টাকা,সিম ২০০ টাকা,শসা ৮০ টাকা,করলা ৮০ টাকা,পটল ৬০ টাকা,ঢেঁড়স ৮০ টাকা ও কাঁকরোল ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে লাউ প্রতি পিস ৬০ টাকা,ফুলকপি প্রতি পিস ৭০ টাকা ও মাঝারি সাইজের লেবুর হালি ৫০ টাকা। প্রতি কেজি পেঁয়াজ ১১৫ থেকে ১২৫ টাকা,আলু ৬০ টাকা,আদা ৩০০ টাকা ও রসুন ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।

একজন ক্রেতার কাছে জানতে চাইলে তিনি বলেন,নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের এমন উর্ধ্বমুখীতায় আমরা খুবই হতাশ।সিন্ডিকেটের অবসান হলেও জিনিসপত্রের দাম কমছে না।সরকার তো পরিবর্তন হলো কিন্তু এর কোনো প্রভাব এখানে দেখতে পাচ্ছি না। আগে যা ছিল,এখনো তা-ই আছে।

অন্য আরেক ক্রেতার কাছে জানতে চাইলে তিনি বলেন,শুধু ফেসবুকে দেখি জিনিসপত্রের দাম কমছে কিন্তু বাজারে আসলে দেখা যায় জিনিসপত্রের দাম ফেসবুকে দেওয়া দামের চেয়ে অনেক বেশি।

গত ৫ অগাস্ট সরকার পতনের পর থেকেই জনগণের মধ্যে আশা জেগেছে জিনিসপত্রের দাম নাগালের মধ্যে চলে আসবে কিন্তু বাস্তবে সেটা হয়নি।জিনিসপত্রের ভোক্তাদের নাগালের বাইরে আছে।তাই সরকারকে এসব দিকে নজর দেওয়ার আহবান জানালেন ক্রেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category