1. admin@banglawebs.com : banglawebs :
  2. shohaghsandwipi@gmail.com : Shohagh_Sandwipi :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন

সন্দ্বীপবাসীর স্বপ্নের ফেরী উদ্বোধন ২৪ মার্চ।

ইলিয়াস কামাল বাবু
  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৫০ Time View

সন্দ্বীপবাসীর আজন্ম লালিত স্বপ্ন,চট্টগ্রাম-সন্দ্বীপ নৌপথে সরাসরি যাতায়াত অবশেষে বাস্তবে রূপ পেতে যাচ্ছে।দীর্ঘ প্রতীক্ষার প্রহর কাটিয়ে আগামী ২৪ মার্চ থেকে চালু হতে যাচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ডের বাশবাড়িয়া ঘাট থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে এ ফেরি সার্ভিস।স্বপ্নের পদ্মাসেতু চালু হওয়ার পর চট্টগ্রাম থেকে সন্দ্বীপ নৌপথে সরাসরি যোগাযোগে ফেরি সার্ভিস চালুর দাবী ওঠে সন্দ্বীপবাসীদের প্রতিনিধিত্বকারী ঢাকা-চট্টগ্রাম ও সন্দ্বীপের বিভিন্ন মহল থেকে।ফলে ২০২২ সাল থেকে শুরু হয় ফেরির রুট নির্ধারণের কাজ।

শুরুতে এ ফেরি সার্ভিস চলাচলের উপযুক্ততার জন্য সন্দ্বীপের সন্তোষপুর ঘাট থেকে মিরসরাই ডোমখালী ঘাট আবার সন্দ্বীপের গাছুয়া ঘাট থেকে সীতাকুণ্ডের বাকখালী রুটে সম্ভাব্যতার কথা উঠে আসলেও সড়ক ও অন্যান্য অবকাঠামোর কথা চিন্তা করে অবশেষে চূড়ান্তভাবে নির্ধারণ করা হয় সীতাকুণ্ডের বাশবাড়িয়া ঘাট থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট।

সন্দ্বীপের কৃতি সন্তান ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জ্বালানী,যোগাযোগ ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড.ফাওজুল কবির খান দ্বীপবাসীর দীর্ঘদিনের এ আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিশেষ মনোযোগ দেন।ফলে এ প্রকল্পে
গতিময়তার সৃষ্টি হয়। বিশেষ করে ফেরিতে গাড়ী ওঠা-নামার জন্য জন্য চট্টগ্রামের বাঁশবাড়ীয়া ঘাট ও সন্দ্বীপ গুপ্তছড়া ঘাটের সুপরিসর সড়ক নির্মাণে দায়িত্ব প্রদান করা হয় বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর কে।মুলতঃ এ কাজের অগ্রগতি দেখার জন্যই
যোগাযোগ উপদেষ্টা ৮ মার্চ সকালে বাঁশবাড়ীয়া ঘাট
হয়ে সন্দ্বীপ আগমন করেন।এ সময় আরো উপস্থিত
ছিলেন,নৌ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ সহ বিভিন্ন দফতরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

ফেরি সার্ভিসে যাতায়াতের জন্য বাঁশবাড়িয়া ঘাটের বেড়িবাঁধ থেকে সাগরের দিকে ব্লক দিয়ে প্রায় ৮০০ মিটার এবং গুপ্তছড়া ঘাটে নির্মাণ করা প্রায় ৫০০ মিটার রাস্তা।গুপ্তছড়া ঘাটে আরও ২০০ মিটার রাস্তা নির্মাণ করা হবে।এ ছাড়া নির্মাণ করা হচ্ছে ফেরির জেটি,গাড়ি পার্কিং ইয়ার্ড সহ অন্যান্য অবকাঠামো।ইতোমধ্যে উভয় ঘাটের জন্য পল্টুন চলে এসেছে।

গত ৫ মার্চ ফেরি উদ্বোধনের তারিখ নির্ধারণ করেও পরবর্তীতে গুপ্তছড়া ঘাট সহ উভয় পাশে জেটির কাজ শেষ না হওয়ায় পিছিয়ে যায় সন্দ্বীপবাসীর বহুল আকাঙ্ক্ষিত এ ফেরি সার্ভিসের উদ্বোধন।শনিবার ১১ টায় বাশবাড়িয়া ঘাট হয়ে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে ঝটিকা সফরে এসে ফেরি চলাচলের অবকাঠামোগত কাজের অগ্রগতি পরিদর্শন করেন উপদেষ্টা,সচিব সহ উচ্চপদস্থ কর্মকর্তারা।এ সময় কাজের অগ্রগতি পরিদর্শন করে আগামী ২৪ মার্চ আনুষ্ঠানিকভাবে সন্দ্বীপ থেকে স্বপ্নের ফেরি সার্ভিস চালুর প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উল্লেখ্য,সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট থেকে চট্টগ্রামের বাঁশবাড়ীয়া নৌপথে সার্ভিসের জন্য মাত্র ১ বছর আগে নির্মিত বর্তমানে চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে চলাচলকারী আধুনিক মানের “কপোতাক্ষ” ফেরি টি।
এতে ১টি এসি ভিআইপি কেবিন,১ টি সাধারণ কেবিন সহ একই সাথে ৩৫ টি মাইক্রো,২০-৩০ টনি ১৪ টি
ট্রাক,২০-২৫ সীটের ১২ টি মিনিবাস ও ২০০ যাত্রীর ধারণক্ষমতা রয়েছে বলে ফেরি’ র মাস্টার মোহাম্মদ
সাইফুল ইসলাম এ প্রতিবেদক কে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category