1. admin@banglawebs.com : banglawebs :
  2. shohaghsandwipi@gmail.com : Shohagh_Sandwipi :
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন

বান্দরবানে ঝুঁকিপূর্ণস্থান পরিদর্শনে জেলা প্রশাসক

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১৬৬ Time View

বান্দরবানের বিভিন্ন পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ স্থানে সরিয়ে নিতে মাঠে নেমেছে বান্দরবানের জেলা প্রশাসন।রোববার(৬ আগস্ট)দুপুরে বান্দরবান সদর উপজেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণস্থান পরির্দশন করে স্থানীয় বাসিন্দাদের সচেতন করেন নবাগত জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।

এসময় জেলা প্রশাসক সদর উপজেলার কালাঘাটা,গর্জনিয়া পাড়া,বীর বাহাদুর নগর,ইসলামপুর,লাঙ্গী পাড়া,তালুকদার পাড়া,কানাপাড়াসহ বিভিন্নস্থানে বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে জনসাধারণকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে আসার পরামর্শ দেন।

বিভিন্নস্থান পরির্দশন শেষে জেলা প্রশাসক সাংবাদিকদের জানান,জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্নস্থানে সচেতনতা বৃদ্ধিতে মাইকিং করা হচ্ছে।বৃষ্টির চাপ বৃদ্ধি হওয়ার কারণে জেলার বিভিন্নস্থানে পাহাড় ধসের ঘটনা ঘটতে পারে,যার কারণে পাহাড়ের পাদদেশে যেসকল জনসাধারণ ঝুঁকিপূর্ণভাবে এখনো বসবাস করছে তাদের সরিয়ে নিতে প্রশাসন কাজ করছে।  

জেলা প্রশাসক আরও বলেন,ইতোমধ্যে বান্দরবান সদর উপজেলায় ৪৬টিসহ জেলায় ২০৭টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে এবং আশ্রয়কেন্দ্রে যাতে আশ্রিতদের কোনো সমস্যা না হয় সেজন্য পর্যাপ্ত শুকনো খাবার,বিশুদ্ধ পানি এবং মেডিক্যাল টিম প্রস্তুত রাখা আছে।

এসময় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুর রহমান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত)নার্গিস সুলতানা,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বান্দরবানের সিনিয়র স্টেশন অফিসার নাজমুল আলম,সদর উপজেলা দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম,৩ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category