1. admin@banglawebs.com : banglawebs :
  2. shohaghsandwipi@gmail.com : Shohagh_Sandwipi :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন

নোয়াখালী সদরে আগুনে পুড়ল ১৫০০ মুরগি।

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১৫০ Time View

নোয়াখালী সদর উপজেলায় রহস্যজনক আগুনে ১ হাজার ৫০০ পোল্ট্রি মুরগিসহ একটি খামার পুড়ে ছাই হয়ে গেছে।তবে এখনো অগ্নিকান্ডের কারণ জানাতে পারেননি সদর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তারা।এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত খামার মালিক।বুধবার(১৫ নভেম্বর)ভোররাতে উপজেলার বিনোদপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের নলপুর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য(মেম্বার)আবদুল হালিম শাকিল বলেন,ভোররাতের দিকে স্থানীয় লোকজন আবদুর রহীমের মুরগির খামারে আগুন জ্বলতে দেখে তারা সদর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। পরে স্থানীয় লোকজন এসে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।ক্ষতিগ্রস্থ মালিকের বরাত দিয়ে তিনি দাবি করেন,প্রায় ২ হাজার ৫শ মুরগি আগুনে পুড়ে গেছে।

এ বিষয়ে জানতে খামার মালিক আবদুর রহীমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নোয়াখালীর সহকারী পরিচালক ফরিদ আহমদ বলেন,আগুন লাগার কারণ তদন্ত সাক্ষেপে তা বলা যাবে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মীর জাহেদুল হক রনি বলেন,এ ঘটনায় কেউ থানায় কোনো অভিযোগ করেনি।অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category