1. admin@banglawebs.com : banglawebs :
  2. shohaghsandwipi@gmail.com : Shohagh_Sandwipi :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন

চট্টগ্রাম ওয়াসার পাইপে ফুটো,৩০ এলাকায় পানি সরবরাহে বিঘ্ন।

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৭ Time View

চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করার সময় হঠাৎ কুয়াইশ এলাকায় ওয়াসার কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প-১ এর প্রধান সঞ্চালন পাইপলাইন ছিদ্র হয়ে গেছে।গত সোমবার দুপুরে এই ঘটনার পর গত তিনদিনেও ক্ষতিগ্রস্ত পাইপ মেরামত করা যায়নি। এতে করে মূল সঞ্চালন পাইপ লাইন বন্ধ থাকায় দৈনিক ১৪ কোটি লিটার পানি সরবরাহ করতে পারছে না চট্টগ্রাম ওয়াসা।এতে নগরের অনেক এলাকায় পানি না পাওয়ায় মানুষের দুর্ভোগ-ভোগান্তি বেড়েছে।

চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন,আগামীকালের মধ্যে মেরামত কার্যক্রম সম্পন্ন করা হতে পারে।ওই পাইপলাইন ফুটো হওয়ার কারণে বিভিন্ন এলাকায় পানির সংকট নয়,সরবরাহ বিঘ্নিত হচ্ছে।চট্টগ্রামে ওয়াসার পানির চাহিদা রয়েছে দৈনিক ৫৮ কোটি লিটার।এর বিপরীতে ওয়াসা সরবরাহ করে আসছে দৈনিক ৪৬ থেকে ৪৭ কোটি লিটার।এরমধ্যে এখন দৈনিক ১৪ কোটি লিটার পানি উৎপাদন বন্ধ রয়েছে।

‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন,সম্প্রসারণ,সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ।চট্টগ্রাম ওয়াসা থেকে জানা যায়,ওই প্রকল্পের আওতায় অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়ক এলাকায় একটি কালভার্ট নির্মাণের কাজ চলছিল।এতে এক্সকাভেটর (খননযন্ত্র)ব্যবহার করা হয়।

এক্সকাভেটর দিয়ে কাজ করার সময় হঠাৎ ১ হাজার ২০০ মিলিমিটার ব্যাসের মূল সঞ্চালন পাইপ ফুটো হয়ে গেছে।এই কারণে কর্ণফুলী পানি শোধনাগার-১ থেকে সরবরাহ পুরোপুরি বন্ধ রাখা হয়েছে।

চট্টগ্রাম ওয়াসা সূত্রে জানা যায়,বর্তমানে কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প-২’র লাইন সচল রয়েছে।রাঙ্গুনিয়াস্থ চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প-১ এর উৎপাদিত পানি নগরের অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়কের মাধ্যমে ওয়াসার নাসিরাবাদ রিজার্ভারে আসে।সেখান থেকে নগরের অনেক এলাকায় পানি সরবরাহ করা হয়ে থাকে।

বর্তমানে প্রকল্প-১ বন্ধ থাকায় নগরের হালিশহর, আগ্রাবাদ,জামালখান,লালখানবাজার,মাদারবাড়ি, জিইসি,মুরাদপুর,কদমতলী,ধনিয়ালপাড়া,নয়াবাজার, ষোলশহর ২নং গেট,বায়েজিদ,অক্সিজেন,চকবাজার, নন্দনকানন,সিরাজদ্দৌলাহ রোডসহ ২৫ থেকে ৩০টি এলাকায় পানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category