1. admin@banglawebs.com : banglawebs :
  2. shohaghsandwipi@gmail.com : Shohagh_Sandwipi :
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন

সীতাকুণ্ড প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন।

আশরাফুল ইসলাম শাহেদ
  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৯ Time View

সীতাকুণ্ড প্রেস ক্লাবের ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।গতকাল সংগঠনটির সাধারণ সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ কমিটি গঠন করা হয়।সকাল দশটা থেকে শুরু হয়ে সভা চলে বিকাল চারটা পর্যন্ত।এর আগে গত ১৬ আগস্ট দৈনিক ইনকিলাবের সুলাইমান মেহেদী হাসানকে সভাপতি ও দৈনিক খবরের কাগজের এম কে মনিরকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠন করা হয়েছিলো।

পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা হলেন,সহ-সভাপতি দৈনিক উত্তর চট্টলার ইলিয়াছ ভূঁইয়্যা ও বিজয় টিভির কামরুজ্জামান,সহ-সাধারণ সম্পাদক দৈনিক জনবাণীর জয়নাল আবেদীন,সাংগঠনিক সম্পাদক দৈনিক সকালের সময়ের ফারহান সিদ্দিক,সহ-সাংগঠনিক সম্পাদক এশিয়ান টিভির ইমাম হোসেন ইমন,অর্থ সম্পাদক সাপ্তাহিক সোনার বাংলার আবুল হোসেন,দপ্তর সম্পাদক দ্যা ডেইলি পোষ্টের জামশেদ হোসেন,ক্রীড়া সম্পাদক দৈনিক গণকণ্ঠের জাহিদুল ইসলাম রুমন,আইন সম্পাদক সময়ের নিউজের অ্যাডভোকেট শাহাদাত হোসেন,শিক্ষা ও ছাত্র কল্যাণ সম্পাদক গ্লোবাল টেলিভিশনের মামুনুর রশিদ মাহিন,প্রচার ও প্রকাশনা সম্পাদক মাই টিভির আশ্রাফুল ইসলাম শাহেদ,সমাজকল্যাণ সম্পাদক দৈনিক লাখো কন্ঠের সাজ্জাদ হোসেন,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক চ্যানেল এস এর আশরাফুল ইসলাম শাহীন,বিজ্ঞান ও গবেষণা সম্পাদক দৈনিক বায়ান্নের নাজিমুজ্জামান রাশেদ,গ্রন্থাগার সম্পাদক দৈনিক কালের খবরের আশরাফ উদ্দিন,আপ্যায়ন সম্পাদক দৈনিক চট্টগ্রাম বুলেটিনের সৈয়দ আল হোসাইন আয়াজ।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন,শাপলা টেলিভিশনের এমরানুল ইসলাম মুকুল,আমার বার্তার টিপু দাশগুপ্ত,দ্যা বিজনেস স্ট্যাণ্ডার্ড এর মিজানুর রহমান ইউসুফ,এশিয়ান টিভির রেজাউল হোসেন পলাশ

এদিকে সাধারণ সভায় সীতকুণ্ডের শিক্ষা,স্বাস্থ্য,পরিবেশসহ কয়েকটি খাতে উন্নয়ন ও জনগুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার লক্ষে আগামী তিন মাস,ছয় মাস ও এক বছর মেয়াদী আলাদা কর্ম পরিকল্পনা হাতে নিয়েছে নবগঠিত সীতাকুণ্ড প্রেস ক্লাব কমিটি।এছাড়াও সংগঠনের অভ্যন্তরীণ নানা সিদ্ধান্তও হাতে নেওয়া হয়েছে।বিশেষ করে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন,উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ আয়োজন এবং সীতাকুণ্ডের জনদূর্ভোগ,ঘুষ-দুর্নীতি, পরিবেশ ধ্বংস,উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে সকল সদস্য নিজ নিজ গণমাধ্যমের জন্য প্রতিবেদন তৈরির বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে এই কমিটি।

এসময় সভাপতি সুলাইমান মেহেদী হাসান বলেন,সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন,দক্ষতা বৃদ্ধি এবং সর্বদা পেশাদারিত্ব বজায় রাখার বিষয়টিকে আমরা অধিক গুরুত্ব সহকারে দেখছি।এটি না হলে একজন সাংবাদিক সমাজে কাঙ্খিত পরিবর্তনে সহায়ক হতে পারবে না।সাংবাদিকের যে ভূমিকা তা যথাযথ রাখা তার পক্ষে সম্ভব হবে না।এছাড়াও সীতাকুণ্ডে সাংবাদিক সংগঠনের নামে ইতিপূর্বে যারা দুর্বৃত্তপনা করেছে,নানা অন্যায় কাজে জড়িয়ে পেশাকে কলঙ্কিত-কুলুষিত করেছে তাদের কারণে সমাজে এ পেশাকে সম্পর্কে একটি নেতিবাচক ধারণা প্রচলিত আছে।সেই ধারণাকে দূর করে একটি স্বচ্ছ,সিন্ডিকেটমুক্ত,আপোষহীন,বৈষ্যমহীন সাংবাদিকতার পরিবেশ সৃষ্টিই আমাদের লক্ষ্য।

সাধারণ সম্পাদক এম কে মনির বলেন,আমাদের সাংবাদিকতা হবে সত্যের পক্ষে,শোষিত মানুষের জন্য, নির্যাতিত মানুষের জন্য,অসহায় মানুষের জন্য,একটি কল্যাণ রাষ্ট্রের জন্য।আমরা হতে চাই গণমানুষের কণ্ঠ, সাহসের সারথী।আমরা সাংবাদিতাকে সত্যিকার অর্থে সমাজের আয়নায় রূপ দিতে চাই।যেখানে মানুষের দু:খ দুর্দশা,জীবনের গল্পগুলো শব্দে শব্দে ফুটে ওঠবে।আর এজন্য ঐক্যের ভিত্তিতে গড়ে ওটা আমাদের সীতাকুণ্ড প্রেস ক্লাব কাজ করবে মানুষের জন্য,সীতাকুণ্ডের জন্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category