1. admin@banglawebs.com : banglawebs :
  2. shohaghsandwipi@gmail.com : Shohagh_Sandwipi :
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন

সাতকানিয়ায় ধর্ষণে ব্যর্থ হয়ে বাবাকে হত্যা,প্রধান আসামি গ্রেপ্তার।

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭২ Time View
চট্টগ্রামের সাতকানিয়ায় মেয়েকে ধর্ষণে ব্যর্থ হয়ে বাবাকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি মো. লোকমানকে(২৫)গ্রেপ্তার করেছে র্যাব-৭।বুধবার(৮ ফেব্রুয়ারি)র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান,গত সোমবার রাতে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।লোকমান চট্টগ্রামের লোহাগাড়া পদুয়া ইউনিয়নের বাসিন্দা। তার বাবার নাম নূর মোহাম্মদ।
জানা গেছে,ভুক্তভোগী(৬৫)কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।শওকত ভুক্তভোগী ১৪ বছর বয়সী মেয়েকে প্রায় সময়ই উত্যক্ত করত।গত ৯ জানুয়ারি বিকেলে ভুক্তভোগী এবং তার পরিবারের সদস্যরা বাড়ির পার্শ্ববর্তী জমিতে কাজ করতে যান।এ সময় ভুক্তভোগীর মেয়েকে ঘরে একা পেয়ে শওকত ধর্ষণের চেষ্টা করে।প্রতিবেশীর কাছ থেকে খবর পেয়ে ইউসুফ এবং তার পরিবারের সদস্যরা বাড়িতে এসে শওকতকে আটক করে এবং এলাকার লোকজনকে ঘটনাটি জানায়।
এদিকে শওকত আটকের সংবাদ পেয়ে গ্রেপ্তার লোকমানসহ তার সহযোগীরা ভুক্তভোগীর বাড়িতে আসে।তারা শওকতকে ছিনিয়ে নিতে বৃদ্ধ ভুক্তভোগীকে এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকে।একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা ভুক্তভোগীর বুকের ওপর কয়েকবার লাথি মেরে পালিয়ে যায়।পরবর্তীতে স্থানীয়রা ভুক্তভোগীকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে সাতকানিয়া থানায় সাতজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন,মামলা দায়েরের পর প্রধান আসামি লোকমান পলাতক ছিলেন।তাকে গ্রেপ্তারে নজরদারি রাখে র্যাব।একপর্যায়ে গত সোমবার দিবাগত রাতে ঢাকা কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category