মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলোওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট দেওয়ায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।বুধবার(১৬ আগস্ট)উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমন ও সাধারণ সম্পাদক সামিউদ্দৌলা সীমান্তের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
অব্যাহতি পাওয়া তিন ছাত্রলীগ নেতা হলেন উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক রুস্তম,সদস্য নুরুল আফছার ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,সংগঠনের নীতি ও আদর্শ বিরোধী কার্যকলাপের জন্য তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।তাদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ,কেন্দ্রীয় নির্বাহী সংসদ বরাবর সুপারিশ করা যাচ্ছে।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমন বলেন,মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দণ্ডিত সাঈদীর মৃত্যুতে তারা ব্যক্তিগত আইডি থেকে শোকবার্তা দিয়েছেন।এটি ছাত্রলীগের রাজনীতির আদর্শের সঙ্গে সাংঘর্ষিক।এ বিষয়ে জেলা ছাত্রলীগের নির্দেশনা ছিল।তার আঙ্গিকে এ তিনজনকে বহিষ্কার করা হয়েছে।
জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সামিউদ্দৌলা সীমান্ত বলেন,তাদের স্থায়ী বহিষ্কার করার জন্য লিখিতভাবে জেলা ছাত্রলীগের মাধ্যমে কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হবে।
Leave a Reply