“এসো করি রক্ত দান,বাঁচিয়ে তুলি শত প্রাণ” এই শ্লোগান নিয়ে এগিয়ে যাওয়া সংগঠন সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরাম।উক্ত সংগঠন এর ২০০৩-২৪ সেবাবর্ষের কার্যকরী কমিটি ঘোষনা ও ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বর্নাঢ্য কলেবরে।১ জুলাই বিকালে সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স সংলগ্ন হোটেল রয়েল ইন এ অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মোঃ মাহবুবুল আলম।
সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাষ্টার বিষ্ণুপদ রায়,কবি ও গীতিকার কাজী শামসুল আহসান খোকন,বিশিষ্ট সাংবাদিক সালেহ নোমান,কবি মোস্তফা হায়দার,সাংবাদিক মোজাম্মেল হোসেন,সন্দ্বীপ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বাদল রায় স্বাধীন,বিশিষ্ট সংগঠক ও সমাজকর্মী নরেশ্বর দাস।দৈনিক আজাদীর সন্দ্বীপ প্রতিনিধি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ ওমর ফয়সাল ও ফোরামের প্রতিষ্ঠাতা খোদাবক্স সাইফুল।সভা সঞ্চালনা করেন টিপু সুলতান।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সংগঠক নজরুল নাঈম,আব্দুর রহমান ঈমন সহ ফোরামের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।সভায় ২০২৩-২৪ সেবাবর্ষের জন্য টিপু সুলতানকে সভাপতি ও হাফেজ মােঃ আব্দুল হালিমকে সাধারন সম্পাদক করে একটি পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।
সভায় বক্তারা বলেন একটি সংগঠনের মাধ্যমে রক্ত দানের মতো একটি মহৎ কর্মকান্ডের উদ্যোগ নিয়ে যখন শতশত মানুষের প্রাণ বাঁচানো হয় তখন এর চেয়ে সেরা মানবিক কাজ আর কিছুই হতে পারেনা।এক সময় এই রক্তদাতা সংগ্রহ করা ছিলো খুবই কঠিন কাজ।এ সমস্ত সংগঠন হয়েছে বলে খুব সহজে মানুষ রক্ত সংগ্রহ করতে পারে।অতএব এ সমস্ত সংগঠনকে সবাই পৃষ্ঠপোষকতা করে টিকিয়ে রাখা সকলের নৈতিক দায়িত্ব।
Leave a Reply