জাতীয় শ্রমিক লীগ সন্দ্বীপ উপজেলা শাখার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও কমিটি গঠন করার লক্ষে বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে।সভার পু্র্ব মুহুর্তে সভাপতি পদ প্রত্যাশী মোঃ মানিক ও সাধারন সম্পাদক পদ প্রত্যাশী
মিলাদ উদ্দিন শুভ সহ অন্যান্যদের নেতৃত্বে বিশাল মিছিল এসে সভাস্থল কানায় কানায় ভরে উঠে। এতে কর্মী সভাটি যেন জনসভায় রুপান্তরিত হয়ে উঠে।
২১ জুলাই বিকালে চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের আয়োজনে কবি আব্দুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সন্দ্বীপ থেকে বার বার নির্বাচিত এমপি মাহফুজুর রহমান মিতা।সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমীক লীগের সভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ শামীম।প্রধান বক্তা ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ শফর আলী।
সভা সঞ্চালনা করেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক নাসির উদ্দিন দিদার।
বিশেষ অতিথি ছিলেন সন্দ্বীপ উপজেলা আওয়ামীলিগের ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দিন বেদন,সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন,পৌর মেয়র মোক্তাদের মাওলা সেলিম।শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমন।সভায় জেলা কমিটির সভাপতি বিগত সন্দ্বীপ উপজেলার নিস্ক্রীয় কমিটিকে বিলুপ্ত ঘোষনা করেন এবং জুলাই মাসের ৩০ তারিখের মধ্যে এমপি,উপজেলা চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত আওয়ামীলিগ সভাপতির মতামতের ভিত্তিতে একটি পুর্নাঙ্গ নতুন কমিটি ঘোষনার সিদ্ধান্ত প্রদান করা হয়।এবং সে কমিটিকে উত্তর জেলা কমিটি ও কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেবেন বলে সিদ্ধান্ত দেন তারা।
সভায় বক্তারা বলেন বঙ্গবন্ধুর হাতে গড়া এই সংগঠনের নতুন কমিটিতে যারা নেতৃত্বে আসবে তারা আওয়ামীলিগের অঙ্গ সংগঠন হিসাবে এমন ভূমিকা রাখবে যাতে আগামী নির্বাচনে তাদের সহযোগিতা, দক্ষ নেতৃত্ব ও শ্রমের বিনিময়ে সন্দ্বীপ থেকে প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কার বিজয়ী আসন উপহার দিয়ে শেখ হাসিনাকে আবারো আমরা প্রধানমন্ত্রী বানাবো।তাই আজকে মোঃ মানিক ও মিলাদ উদ্দিন শুভ সহ যারা এই প্রোগ্রামকে সফল করেছেন তাদের ধন্যবাদ জ্ঞাপন করছি।
Leave a Reply