1. admin@banglawebs.com : banglawebs :
  2. shohaghsandwipi@gmail.com : Shohagh_Sandwipi :
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন

সন্দ্বীপে শিক্ষাবিদ ছায়েদুল হক মেধাবৃত্তি-২০২৪ প্রদান অনুষ্ঠিত।

ইলিয়াস কামাল বাবু
  • Update Time : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪১ Time View

আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সন্দ্বীপে শিক্ষা ও জনকল্যাণমূলক সামাজিক প্রতিষ্ঠান মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবিদ ছায়েদুল হক মেধাবৃত্তি-২০২৪ এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।পাশাপাশি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান,শ্রেষ্ঠ প্রধান শিক্ষক,শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক,শ্রেষ্ঠ শিক্ষার্থী,শ্রেষ্ঠ গার্লস গাইডেন্স্,শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক,শ্রেষ্ঠ গার্লস গাইড কে শিক্ষা সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়।১ফেব্রুয়ারি,চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গুপ্তছড়া বাজারে ফাউন্ডেশন প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাজী শামসুল আহসান খোকনের সঞ্চালনায়, ফাউন্ডেশন সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম বলেন,এটি শুধু মেধাবৃত্তি পুরস্কার নয়,এটি শিক্ষার্থীদের নিষ্ঠা ও অধ্যবসায়ের স্বীকৃতি।

এ অর্জনের উদ্দেশ্য শুধু ভালো ফল নয়, আদর্শ নাগরিক হওয়া।এ পুরস্কার ভবিষ্যতে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে। ফাউন্ডেশনের মাধ্যমে এলাকার মানুষের জন্য কাজ করছি।এটাই আমাদের লক্ষ্য।এ প্রতিষ্ঠান আপনাদের,এ প্রতিষ্ঠানকে সন্দ্বীপের তথা বাংলাদেশের মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য সবার সহযোগিতা কামনা করছি।

শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে অনুষ্ঠানের প্রধান
অতিথি ইয়ুথ গ্রুপের ফাউন্ডার চেয়ারম্যান ও বিশিষ্ট লেখক ড. আবুল কাসেম হায়দার বলেন -বাল্যবিবাহ
চাই না।ডিগ্রি পাশের আগে মেয়েদের বিয়ে দেয়া যাবে না।এ জন্য অভিভাবক,শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের নিয়ে সোশ্যাল কমিটম্যান্ট মুভমেন্ট গড়ে তুলতে হবে। মাদককে না বলতে হবে।মাদকের প্রবনতা বাড়ছে সন্দ্বীপে। মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সহ ও তাদের আইনের আওতায় আনতে হবে।

পাঠ্যপুস্তের বাইরে বই পড়তে হবে,পত্রিকা পড়তে হবে। বই পাঠের অভ্যাস করলে জ্ঞানের পরিধি বাড়বে।শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন,সুশিক্ষার জন্য
দরকার আদর্শ শিক্ষক।মরহুম ছায়েদুল হকের মতো অনুকরণীয় শিক্ষক হতে হবে।স্কুল কলেজে খেলাধুলা সহ এক্সট্রা কারিকুলাম এক্টিভিটি বাড়লে শিক্ষার্থীরা বিপথগামী হবে না।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন,শিক্ষা বিস্তারে মাস্টার ছায়েদুল হকের অবদান ও তার কর্মময় জীবন
সন্দ্বীপের জন্য স্মরণীয় হয়ে থাকবে।

সন্দ্বীপ উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু তাহের বলেন,শিক্ষাকে আবর্তিত করে আজকের এ অনুষ্ঠান। সন্দ্বীপে অনেক গুণি লোক আছেন, মৃত্যুর পর যাদের নাম আর শুনতে পাই না।স্মৃতি ধরে রাখার যদি কোন অবদান থাকতো তাহলে আমাদের সমাজ আরো আলোকিত হতো,শিক্ষার্থীরা অনুপ্রানিত হতো। মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশন এ কাজটিই দীর্ঘদিন ধরে করে আসছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বলেন,ফাউন্ডেশনের পরিচালক ও সংশ্লিষ্ট অনেকেই রাজধানীতে প্রতিষ্ঠিত।তারপরও প্রতিবছর এলাকায় ছুটে আসেন শিক্ষার্থীদের অনুপ্রানিত করতে।এলাকার স্বার্থে এভাবেই কাজ করা উচিত।এভাবেই সকলের সম্মিলিত প্রয়াসে সুন্দর সন্দ্বীপ গড়ে ওঠবে।

প্রসঙ্গত,২০০৪ সালে প্রতিষ্ঠার পর ২০০৮ থেকেই মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশন,প্রতিবছর সন্দ্বীপের স্কুল ও মাদ্রাসার অষ্টম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের
বৃত্তি প্রদান করে আসছে।এরই ধারাবাহিকতায় গত ২১ নভেম্বর-২০২৪ সন্দ্বীপ পাবলিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।এ বছর ৬১১ জন শিক্ষার্থীর মধ্য থেকে সর্বোচ্চ নম্বর প্রাপ্তির ভিত্তিতে ট্যালেন্টপুল ও সাধারণ কোটায় ১১৭ জন কৃতি ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করা হয়।বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে সকল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে শ্রেণি ভিত্তিক নগদ অর্থ,সনদ,সম্মাননা ক্রেস্ট ও বই প্রদান করা হয়। শিক্ষকদের প্রদান করা হয় সম্মাননা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইন্জিনিয়ার বেলায়েত হোসেন,সন্দ্বীপ উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু তাহের,সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর,চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আজমত আলী বাহাদুর, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভুঁইয়া,সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন,আব্দুল ওয়াহাব কবির ও কাউছার আহাম্মেদ,সন্দ্বীপ মেরিন সার্ভিস লিমিটেডের চেয়ারম্যান জসীম উদ্দিন ভুঁইয়া,সন্দ্বীপ সোসাইটি ইউএসএর উপদেষ্টা বাবর উদ্দিন,গোলাম মাহমুদ, এস এম ইদ্রিস,চট্টগ্রাম সমিতির আজীবন সদস্য জয়নাল আবেদীন,শফিকুল ইসলাম,মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের উপদেষ্টা বখতিয়ার উদ্দিন,ইকবাল হায়দার ও নির্বাহী পরিচালক রেজাউল করিম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো. হানিফ,দিদার হোসেন,সুব্রত চন্দ্র রায়,প্রধান শিক্ষক জামসেদ উদ্দিন,আনোয়ারুল কবির,আব্দুল হান্নান,কাজী আনোয়ার হোসেন,ফজলুল করিম, মশিউর রহমান,মাঈন উদ্দীন,মাওলানা আবু তাহের,
ফকরুল ইসলাম,আসিফ আকতার,আনিস আকতার টিটু সহ বিভিন্ন বিদ্যালয়-মাদ্রাসার শিক্ষক,সাংবাদিক ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category