চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় যৌথ বাহিনী ও পুলিশের অভিযানে গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।মঙ্গলবার গ্রেফতারকৃতদের আদালতে হাজির করলে বিচারকের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।তারা হলেন ফারুক(৩৯),আবদুল হান্নান প্রকাশ শরিফ(৩৩),মনির(৩৮) ও পারভেজ(৩৫)।গ্রেফতারকৃতদের মধ্যে ৩ জন আমানউল্লাহ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা ও শরিফ গাছুয়া ২ নং ওয়ার্ডের বাসিন্দা।
জানা গেছে,গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে আকবর হাট এলাকায় যৌথ বাহিনী অভিমান চালায়। আমানউল্লাহ ইউনিয়নে জাবেদ চেয়ারম্যানের পুরাতন গোডাউনে কতিপয় লোকজন অবৈধ মাদকদ্রব্য নিয়ে অবস্থান করতেছে বলে সংবাদ পাওয়া যায়।পুলিশ ও নৌ-বাহিনীর যৌথ টিম রাত ২ টায় অভিযান পরিচালনা করে ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।পরে তাদেরকে সন্দ্বীপ থানায় সোপর্দ করা হয়।
পুলিশ গ্রেফতারকৃত ফারুকের কাছে ১৬০ গ্রাম গাঁজা, অন্য ৩জন ফারুকের কাছ থেকে গাঁজা ক্রয় করে বলে পুলিশ জানায়।ফারুকের বিরুদ্ধে সিসিএমএস পর্যালোচনা করে দেখা যায় ফারুকের নামে ৩ মাস আগে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ একটি মামলা রয়েছে।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন,যৌথ অভিযানে ৪ মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হই,তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর(১৯)ক(৪১)একটি মামলা রুজু করা হয়েছে।সন্দ্বীপ থানায় মামলা নং ০২।
Leave a Reply