1. admin@banglawebs.com : banglawebs :
  2. shohaghsandwipi@gmail.com : Shohagh_Sandwipi :
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন

সন্দ্বীপে ইন্টারন্যাশনাল মোটর বাইক “ইয়ামাহা” ব্রান্ডের সার্টিফাইড সার্ভিসিং সেন্টার উদ্বোধন।

ইলিয়াস কামাল বাবু
  • Update Time : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪২ Time View

সন্দ্বীপের এনাম নাহারে ইন্টারন্যাশনাল মোটর বাইক “ইয়ামাহা” ব্রান্ডের সার্টিফাইড সার্ভিসিং সেন্টারের শুভ উদ্বোধন করা হয়।১২ জানুয়ারি দুপুর ১২ টায় ইয়ামাহা সার্ভিসিং সেন্টারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম থেকে আগত ইয়ামাহা ডিলার ও আগ্রাবাদ মটর সাইকেল গ্যালারীর স্বত্ত্বাধিকারী কাজী জসিম উদ্দিন ও সন্দ্বীপ এনাম নাহার ব্যবসায়ী সমিতি’র সাবেক সভাপতি আসিফ আকতার।এ সময় সন্দ্বীপ ইয়ামাহা সার্টিফাইড সার্ভিসিং সেন্টার পক্ষ হতে আগত অতিথিদের পুষ্পস্তবক দিয়ে সংবর্ধিত করা হয়।

সাইফুল ইসলামের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন এনাম নাহার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আসিফ আকতার।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রামের মটর সাইকেল গ্যালারী ইয়ামাহা ডিলার কাজী জসিম উদ্দিন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইয়ামাহা ইস্ট এর আরএসএম,এ.কে.এম নাজিমউদ্দিন,ইয়ামাহা ইস্ট এর জেডএমএস,ইব্রাহিম আহাদ,ইয়ামাহা সার্ভিস ইঞ্জিনিয়ার তাসাহুদে সালেহীন,সন্দ্বীপ প্রেস ক্লাবের সহ-সভাপতি ইলিয়াস কামাল বাবু,সন্দ্বীপে ইয়ামাহা সার্টিফাইড সার্ভিসং পয়েন্টের স্বত্বাধিকারী নূর আলম,মিশু মটরস্ এর স্বত্বাধিকারী মিশু ও এনাম নাহারের বিশিষ্ট ব্যবসায়ী ইয়াছিন আরাফাত।

অনুষ্ঠানে অতিথিরা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সন্দ্বীপে ইয়ামাহা সার্ভিসিং সেন্টারের একটি আউটলেট খোলার তাদের দীর্ঘদিনের ইচ্ছে ছিলো,আজ তা পূরন হলো।তারা আরো বলেন,এখন থেকে সব ধরনের সেবাই সন্দ্বীপের ইয়ামাহা সার্ভিস সেন্টারে পাওয়া যাবে।বিশেষ করে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ইয়ামাহা সেন্টার ফ্রী সার্ভিস দেবে,তারপরে পেইড সার্ভিস সেবা পাবে,সেই সাথে জেনুইন পার্টস্,লুব অয়েল এভেইলেবেল থাকবে।এ জন্য ইয়ামাহা চট্টগ্রাম জোন সব ধরনের সহযোগিতা করে যাবে।

অন্যান্য বক্তারা বলেন,ইয়ামাহা মটর বাইক একটি
অভিজাত বাহন সন্দ্বীপে এক সময় এর বেশ কদর
ছিলো,বর্তমানেও ইয়ামাহা ব্রান্ডের মটর সাইকেল
সন্দ্বীপে বেশ জনপ্রিয়,তবে গাড়ী সার্ভিসিং এর যে
সংকট ছিলো তা এ সেন্টার উদ্বোধনের মধ্য দিয়ে নিরসন হবে,ভালো সার্ভিস পাবে বলে তারা আশা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category