বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সন্দ্বীপ হারামিয়ার সাইমুনের পরিবারকে সন্দ্বীপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।আজ বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা সাইমুনের বাড়িতে গিয়ে তার পরিবারের সাক্ষাৎ করে নগদ এক লক্ষ টাকা সাইমুনের মা রহিমা বেগমের হাতে তুলে দেন এবং যেকোন প্রয়োজনে সহযোগিতা করার আশ্বাস দেন।
এসময় সন্দ্বীপ উপজেলা সহকারী কমিশনার(ভূমি)তাসফিক সিফাত উল্ল্যাহ,উপজেলা এলজিইডি প্রকৌশলী আবদুল আলীম,উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম,সন্দ্বীপ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফয়সাল,বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
পরে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমাসহ উপস্থিত সকলে সাইমুনের কবর জিয়ারত করেন।
Leave a Reply