1. admin@banglawebs.com : banglawebs :
  2. shohaghsandwipi@gmail.com : Shohagh_Sandwipi :
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন

ফ্রি-সার্ভিসে বাড়ী গেলো শিক্ষার্থীরা।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ১৫২ Time View

উপকূলীয় জেলা চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপের শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে যাত্রী সেবা চালু করেছে হিউম্যান-২৪ নামের একটি সংগঠন। বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীদের চট্টগ্রামের হালিশহর থেকে বাস যোগে সীতাকূন্ডের কুমিরা নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সার্ভিস বোট যোগে তাদের সন্দ্বীপের গুপ্তছড়া পাঠানো হয়।

শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে নৌ-পারাপারের এই কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান বরেণ্য শিক্ষাবিদ ড. এম শফিকুল আলম।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজ তত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ শোয়েব উদ্দিন হায়দারের সভাপতিত্বে কুমিরা ঘাটে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন হিউম্যান ২৪ এর প্রধান সমন্বয়কারী সাংবাদিক সালেহ নোমান,হিউম্যান ২৪ এর উদ্যোক্তা কাজী জিয়া উদ্দিন সোহেল।

সন্দ্বীপ ইয়ুথ ক্লাবের প্রেসিডেন্ট মাহবুবুল মাওলার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,সন্দ্বীপ এডুকেশন সোসাইটির সাবেক সেক্রেটারী মোহাম্মদ আমজাদ হোসেন,অধ্যাপক শাহীন ইব্রাহিম,সমাজকর্মী ও বিশিষ্ট অনলাইন এক্টিভিষ্ট খাদেমুল ইসলাম,কুমিরা-গুপ্তছড়া ঘাটের ইজারাদার প্রতিষ্ঠানের কর্মকর্তা আজিজুর রহমান।

এছাড়া শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভাগের শিক্ষার্থী কাজী রহমতুল ইসলাম।

প্রধান অতিথির বক্তেব্যে ড. এম শফিকুল আলম বলেন,উপকূলীয় দূর্গম এলাকা হওয়ার কারণে সন্দ্বীপের যাত্রীদের অনেক ভোগান্তি পোহাতে হয়।ঈদে শিক্ষার্থীদের জন্য ফ্রি সার্ভিস চালুর মাধ্যমে এই ভোগান্তি নিরসনের একটি যুগান্তকারী পদক্ষেপ নেয়া হলো।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,আগামীতে যখন তারা দেশ ও সমাজের দায়িত্ব নিবে তখন যেন এভাবে মানুষের সেবায় নিয়োজিত থাকে।

সাংবাদিক সালেহ নোমান বলেন,সন্দ্বীপে যাতাযাত ব্যবস্থার উন্নতির জন্য যে আরো অনেক কিছু করা প্রয়োজন।শিক্ষার্থীদের জন্য এই সার্ভিস চালুর মাধ্যমে তার প্রতি সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হলো। শিক্ষার্থীরা যাতে তাদের অধিকারের প্রতি সচেতন হয় সেই জন্যও এই সার্ভিস ভালো ভূমিকা রাখতে পারবে।

শিক্ষার্থীদের নিয়ে সার্ভিস বোট গুপ্তছড়া ঘাটে পৌছালে সেখানে তাদের স্বাগত জানান,মোহাম্মদ ওমর ফয়সাল,খোদবক্স সাইফুল ও মিজানুর রহমান টিটু।

শিক্ষার্থীরা এই ধরনের সার্ভিসের জন্য হিউম্যান ২৪ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।এছাড়াও এই অনুষ্ঠানে সহায়তা প্রদানকারী ব্যবসায়ী আফতাব খান অমি এবং যুক্তরাষ্ট্র প্রবাসী মিজানুর রহমান ভূইয়া মিলটনকে ধন্যবাদ দেয় শিক্ষার্থীরা।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহেদ এম রহমান বলেন,রাজধানী ঢাকাসহ সারাদেশে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া চালু আছে।সন্দ্বীপ নৌরুটেও হাফভাড়া চালু করা প্রয়োজন কারন এখানে যাতায়াত ভাড়া অত্যাধিক।

উদ্যোক্তারা জানিয়েছেন,নিবন্ধন হওয়া শিক্ষার্থীদের ২০ ও ২১ এই দুইদিন চট্টগ্রামের হালিশহর থেকে কুমিরা হয়ে সন্দ্বীপ পৌছানোর বিশেষ এই কর্মসূচি নেয়া হয়েছে।শুক্রবার সকাল নয়টায়ও একইভাবে শিক্ষার্থীদের নিয়ে বাস হালিশহর বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category