1. admin@banglawebs.com : banglawebs :
  2. shohaghsandwipi@gmail.com : Shohagh_Sandwipi :
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন

নানা নাটকীয়তায় সন্দ্বীপ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ওমর ফারুকের জয়।

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১৪১ Time View

ভোট গ্রহণ শেষে সাড়ে চার ঘণ্টা শ্বাসরুদ্ধকর পরিস্থিতির পর গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান উপনির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণায় করা হয়।ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকে ১৫ হাজার ৭ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়লাভ করেছেন ওমর ফারুক।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের প্রার্থী ইব্রাহীম জিল্লু পেয়েছেন ১৩ হাজার ১১০ ভোট।এ ছাড়া টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচন করা দেলোয়ার হোসেন সন্দ্বীপী পেয়েছেন ৩ হাজার ৯৮ ভোট।

উপজেলা কমপ্লেক্স বেগম ফজিলাতুন্নেছা মুজিব কনফারেন্স কক্ষে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফল ঘোষণা করেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সন্দ্বীপ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান।

এর আগে ওই দিন বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর বিভিন্ন কেন্দ্র থেকে ভোটের ফল আসতে শুরু করে।উপজেলা কমপ্লেক্স এলাকায় জড়ো হন ফলপ্রত্যাশী উৎসুক জনতা।সন্দ্বীপের দক্ষিণের পাঁচটি ইউনিয়ন মুছাপুর,মগধরা,সারিকাইত,মাইটভাঙা,আজিমপুর থেকে পাওয়া তথ্যে ৮ হাজার ভোটে এগিয়ে থাকার খবরে উল্লসিত হয়ে ওঠেন চশমা প্রতীকের সমর্থকরা। কিছুক্ষণ পর সাড়ে ৫টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে তালা প্রতীকের প্রার্থী ওমর ফারুককে ২ হাজার ২৭৩ ভোটে বিজয়ী ঘোষণা করা হয়।

এ সময় উপজেলা কমপ্লেক্স এলাকায় আনন্দ মিছিল বের করেন তালা প্রতীকের সমর্থকরা।তালার বিজয়ের খবর ছড়িয়ে পড়ে চারদিকে।তালার সমর্থকদের আনন্দের রেশ শেষ না হতেই ১ হাজার ১৫০ ভোটে এগিয়ে থাকার দাবিতে রাত ৮টার দিকে উপজেলা কমপ্লেক্স এলাকায় জড়ো হন বিভিন্ন ইউনিয়ন থেকে আসা চশমা প্রতীকের সমর্থকরা।টানটান উত্তেজনা সৃষ্টি হয় উপজেলা কমপ্লেক্স এলাকায়।পরে রাত সাড়ে ৮টার দিকে আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়।

চূড়ান্ত ফল ঘোষণার পর উপজেলা কমপ্লেক্স ও এনাম নাহার মোড় এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন চশমা প্রতীকের সমর্থকরা।সমাবেশে ফলাফল প্রত্যাখ্যান করে ইব্রাহীম জিল্লু বলেন,আমার এজেন্টদের বের করে দিয়ে ভাড়াটিয়া এজেন্টদের স্বাক্ষর নিয়ে প্রথমে বিভিন্ন কেন্দ্রের যে ফলাফল পেয়েছিলাম,সেখানেও আমি চার হাজার ভোটে এগিয়েছিলাম।৮৬টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলেও আমি ১ হাজার ১৫০ ভোটে এগিয়ে থাকার পরও ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য,১৯ জুলাই অনুষ্ঠিত সন্দ্বীপ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নির্বাচনে মোট ভোটার ২ লাখ ৩৯ হাজার ৬১০ জন।মোট ভোট পড়েছে ৩১ হাজার ৪৭৯টি।যা মোট ভোটের ১৩ দশমিক ১৩ শতাংশ।প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দেলোয়ার হোসেন সন্দ্বীপী,উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ওমর ফারুক ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম জিল্লু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category