1. admin@banglawebs.com : banglawebs :
  2. shohaghsandwipi@gmail.com : Shohagh_Sandwipi :
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন

দীর্ঘদিনের অনিয়মের পর ঘাট এখন উন্মুক্ত,অচিরেই ফেরি চালু হলে গাড়ি করে মূল ভূখণ্ডে যেতে পারবোঃ মিল্টন ভুঁইয়া।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৩ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মিল্টন ভুঁইয়া বলেন,আমি যে নৌ-পথ দিয়ে আজকে সন্দ্বীপ আসছি সেটি দীর্ঘদিন অনিয়মের মধ্যে দিয়ে গেছে।৫ আগস্টের পটপরিবর্তনের পর আমরা উপদেষ্টাদের সাথে কথা বলে ছাত্র জনতাকে নিয়ে ঘাটকে উন্মুক্ত করে দিয়েছি। ফলে আর কোন দখলবাজী হবেনা।এখন যার ইচ্ছে স্পিডবোট চালাবে,স্টিমার চালাবে,মালবাহী ট্রলার চালাবে।এছাড়া সন্দ্বীপের জন্য ফেরি সার্ভিস অনুমোদন হয়েছে।অবকাঠামো উন্নয়ন করে ফেরি চলাচল শুরু হলে সন্দ্বীপ আর বিচ্ছিন্ন থাকবেনা। যেকোন সময় রোগী পারাপার করা যাবে।আমরা গাড়ি নিয়ে মূল ভূখণ্ডে যেতে পারবো বলে তিনি উল্লেখ করেন।

তিনি উপজেলা বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য করে আরো বলেন,আজকের অনুষ্ঠানে আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন সেজন্য আমি কৃতজ্ঞ।আজকে আমি আপনাদের অতিথি আর আপনারা আমার প্রধান অতিথি।

এদিকে দীর্ঘ ৯ বছর পর বৃহস্পতিবার দুপুরে নিজ জন্মস্থান সন্দ্বীপে এসে সংবর্ধিত হলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন।সকাল ১০ টা থেকে সন্দ্বীপের বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতাকর্মী দলে দলে গুপ্তছড়া ঘাটে ব্যানার ফেস্টুন আর ফুলের মালা নিয়ে হাজির হন।মিল্টন ভুঁইয়া গুপ্তছড়া ঘাটে এসে পৌঁছানোর সাথে সাথে ফুলের মালা দিয়ে বরণ করেন সন্দ্বীপ উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

পরে নেতাকর্মীরা মিছিল সহকারে কেন্দ্রীয় বিএনপির এ নেতাকে নিয়ে হাজির হন উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে তৈরী করা সংবর্ধনা মঞ্চে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর এর সঞ্চালনায় ও উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু তাহের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন।

এতে আরও বক্তব্য প্রদান করেন,উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন,পৌরসভা বিএনপির আহবায়ক রিপন তালুকদার,সদস্য সচিব জিএস আবুল বশার কমিশনার,সাবেক কাউন্সিলর নাজিম,পাশা সুজন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category