২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দ্রুত দেশে ফেরত এনে শাস্তির আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আকবরশাহ ও পাহাড়তলী থানা আওয়ামী লীগের অঙ্গসংগঠন।শনিবার(২৬ আগস্ট)বিকেলে নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার উল আলম চৌধুরী নোবেলের নেতৃত্বে আকবরশাহ ও পাহাড়তলী থানা যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বের করা হয়।মিছিলটি নগরের এ কে খান মোড় থেকে শুরু হয়ে সিডিএ ও সিটি গেইটের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কর্ণেলহাট মোড়ে এসে শেষ হয়।পরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নেতাকর্মীরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সৈয়দ কায়নাদ মোর্শেদ কনক,ওমরগণি এম.ই.এস কলেজ ছাত্র সংসদের সাবেক উপ আপ্যায়ন সম্পাদক হাবিবুর রহমান রিপন,১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আবু তৈয়ব,মহানগর যুবলীগ নেতা হোসাইন আহম্মেদ রুবেল,২৮ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী আলো,মহানগর যুবলীগ নেতা নূর উদ্দিন মিল্টন,ফয়সাল মাকসুদ প্রমুখ।
Leave a Reply